আফগানিস্তানে নেকাবে মুখ ঢেকে টিভিতে উপস্থাপনা করতে পারবে নারী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/05/19/afgan-cover.jpg)
প্রতীকী ছবি
আফগানিস্তানে তালেবান সরকার টেলিভিশন উপস্থাপিকাদের মুখ ঢেকে রাখার (নেকাব) নির্দেশ দিয়েছে। এর দুই সপ্তাহ আগে জনসমক্ষে নেকাব না পরলে শাস্তির মুখোমুখি হতে হবে বলে নারীদের হুঁশিয়ারি দেয় ক্ষমতাসীন তালেবান।
গতকাল বুধবার মিডিয়া আউটলেটগুলোকে উপস্থাপিকাদের নেকাব পরা সংক্রান্ত নির্দেশ জানানো হয়েছে বলে দেশটির ধর্মীয় পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2022/05/19/afgan.jpg 687w)
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, আফগানিস্তানে নারীদের ওপর নিষেধাজ্ঞা কঠোর করা হচ্ছে। পুরুষ আত্মীয়দের ছাড়া একা নারীদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা করা হয়েছে। একইসঙ্গে মেয়েদের জন্য মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন ডিক্রিটি টুইটারে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। অনেকে এটিকে তালেবানী উগ্রবাদ বলে অভিহিত করেছেন।