আফগানিস্তানে প্রচণ্ড ঠান্ডায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮

আফগানিস্তানে এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভয়াবহ শৈত্যপ্রবাহে মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে ঠেকেছে। ছবি : রয়টার্স
আফগানিস্তানে এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভয়াবহ শৈত্যপ্রবাহে মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে ঠেকেছে। কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এ কথা জানিয়েছে।
সরকারি কর্মকর্তারা বলছেন, দেশটির ৩৪ টি প্রদেশের ৮ টিতেই ঠান্ডায় মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। খবর বিবিসির।
১৫ বছরের মধ্যে আফগানিস্তানে এবারই সবচেয়ে বেশি শীত পড়েছে। তাপমাত্রা পৌঁছেছে মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াসে। চরম অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত আফগানিস্তানে এই শীত আরো দুর্ভোগ হয়ে এসেছে।
আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জরুরি অবস্থা বিষয়ক কেন্দ্রের প্রধান আবদুল্লাহ আহমাদি বলেছেন, আগামী কয়েকদিনে আবহাওয়া আরো শীতল হবে। দুর্দশাগ্রস্ত মানুষের জন্য মানবিক সাহায্যের কথা বিবেচনা করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।