আবাসিক এলাকায় গোলাবর্ষণ বাড়িয়েছে রাশিয়া : ইউক্রেন

রুশ সামরিক বাহিনী ইউক্রেনের উত্তর ও দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর আবাসিক এলাকায় গোলাবর্ষণ জোরদার করেছে বলে একজন ইউক্রেনীয় কর্মকর্তা দাবি করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ বলেছেন, রোববার গভীর রাতে কিয়েভের উপকণ্ঠে উত্তরে চেরনিহিভ, দক্ষিণে মাইকোলাইভ এবং দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ব্যাপক গোলাবর্ষণ হয়েছে। বার্তা সংস্থা এপির বরাতে সংবাদ সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, খারকিভের আবাসিক এলাকায় ভারী কামান আঘাত করেছে এবং গোলাবর্ষণে একটি টেলিভিশন টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর দেশের জনগণকে লড়াই অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আক্রমণের জন্য ইউক্রেনকে দায়ী করে বলেছেন, মস্কোর আক্রমণ বন্ধ করা যেতে পারে ‘কেবল কিয়েভ যদি শত্রুতা বন্ধ করে।’
আজ সোমবার ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানের ১২তম দিন। যুদ্ধের কারণে এরই মধ্যে ১৫ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে।

আর, জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান বলেছেন ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে দ্রুততম ক্রমবর্ধমান শরণার্থী সংকট দেখা দিয়েছে।’
আজ সোমবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে তৃতীয় দফা আলোচনায় বসার কথা রয়েছে।