আর্জেন্টিনায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প
আর্জেন্টিনার পশ্চিম-মধ্য প্রদেশর সান জুয়ানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার রাতে এ ভূমিকম্প হয় বলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে।
সিএনএন এক প্রতিবেদনে জানায়, প্রথম ভূকম্পনের পর বেশ কয়েকবার ভিন্ন ভিন্ন মাত্রায় দেশজুড়ে ভূকম্পন অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পের প্রায় ২০ মিনিট পরে নিউইভ ডি জুলিওর দক্ষিণ-পশ্চিমে প্রথম আফটার শক আঘাত করে।
তারপরে একই অঞ্চলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প শুরু হয়। এরপরে ৫ দশমিক ৩ মাত্রার আফটারশক হয়। ৪ দশমিক ৯, ৫ দশমিক ০ এবং ৫ দশমিক ৩-প্রস্থের ভূমিকম্পগুলো মূল ভূমিকম্পের তুলনায় এবং একই অঞ্চলে আকারে ছোট হওয়ায় আফটার শক হিসেবে বিবেচিত হয়।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সিরিজ ভূকম্পনের ঘটনায় কোনো সুনামি সতর্কতা দেওয়া হয়নি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, সোমবার রাতে ভূমিকম্পটি আঘাত হেনেছে। প্রাথমিকভাবে ভূমিকম্পটি থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।