আসামে মুসলিম পরিবার উচ্ছেদে অভিযান, পুলিশের গুলিতে দুজন নিহত
ভারতের আসাম রাজ্যের দরং জেলায় কয়েকশ মুসলিম পরিবার উচ্ছেদে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের সময় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু’র প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সংবাদমাধ্যম বিবিসি বাংলা বলছে, আসামের দরং জেলায় মন্দির নির্মাণে হাজারও স্থানীয়কে উচ্ছেদ করা হয়। বৃহস্পতিবার সেই আশ্রয়চ্যুতদের বিক্ষোভে পুলিশ গুলি চালায় এতে দুজন নিহত হয়। স্থানীয় সাংবাদিকেরা জানান, পুলিশের গুলিতে অন্তত দুজনের মৃত্যু হয় এবং বেশ কয়েক জন আহত হন।
তবে দ্য হিন্দু ও এনডিটিভি বলছে, মন্দির বানাতে নয়, বরং কৃষি প্রকল্পের জন্য সরকার জমি চেয়েছে। এ ছাড়া ওই জমি খাস জমি বলে আসাম হাইকোর্টের রায় রয়েছে এবং উচ্ছেদে কোনো বাধা নেই।
দরং জেলার ধলপুর গ্রামে বৃহস্পতিবারের অভিযানে সাড়ে চার হাজার বিঘা জায়গা নিয়ে বসবাসকারী ৮০০টি বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ করা হয়।
কয়েক মাস ধরেই আসাম সরকার উচ্ছেদ অভিযান চালাচ্ছিল। যদিও সেই ভিটেমাটি-হারানোরা দাবি করছেন, তাঁদের সব ধরনের সরকারি নথি ও পরিচয়পত্রই রয়েছে।
আসামের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা বলেছেন, বিক্ষোভকারীরা পুলিশের ওপর পাথর ছুড়লে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়।
আজ শুক্রবারও ধলপুরে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।