ইউক্রেনে ‘উল্লেখযোগ্যসংখ্যক’ সেনা নিহতের কথা স্বীকার করল রাশিয়া
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/04/08/peskovi10_15_45_23.jpg)
ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের ৪৪তম দিন চলছে। যুদ্ধে রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের সেনারা।
আন্তর্জাতিক নানা গণমাধ্যমেও অনেকটা একই খবর বেরিয়েছে। এবার নিজেদের ক্ষতির কথা স্বীকার করে ক্রেমলিন বলছে, যুদ্ধে তারা ‘উল্লেখযোগ্যসংখ্যক সেনাসদস্য হারিয়েছে’।
বিবিসির খবরে বলা হয়, ইউক্রেনে রুশ বাহিনীর ক্ষতি নিয়ে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। টেলিভিশন চ্যানেল স্কাই নিউজকে পেসকভ বলেন, ‘ইউক্রেনে রুশ সেনারা যে হতাহত হয়েছেন, তা আমাদের জন্য একটি শোকাবহ ঘটনা।’
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে গত বুধবার রাশিয়াকে বাদ দেওয়ার পর নিজ সেনাদের ক্ষয়ক্ষতি নিয়ে এ মন্তব্য করলেন পেসকভ।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2022/04/08/capture_6.jpg 540w)
এদিকে উত্তর ইউক্রেনের বুচা শহরে রুশ বাহিনীর ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠার পর মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বাদ দিতে প্রস্তাব আনে যুক্তরাষ্ট্র। সাধারণ পরিষদে আনা ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৯৩ সদস্যদেশের মধ্যে ৯৩টি।
তবে বুচা শহরে রুশ বাহিনীর নৃশংসতা চালানোর অভিযোগ নাকচ করেছেন পেসকভ। স্কাই নিউজকে তিনি বলেন, ‘আমরা নকল ও মিথ্যার সময়ে বাস করছি। ওই শহরে বেসামরিক লোকজনকে হত্যার যেসব ছবি প্রকাশিত হয়েছে, সেগুলো সাজানো।’