ইসরায়েলি সেনাদের গুলিতে ২৪ ঘণ্টায় ৪ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরায়েলি সেনাদের গুলিতে ২৪ ঘণ্টায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার দিনটি ছিল দ্বিতীয় দিনের মতো প্রাণঘাতী।
গত বুধবার জেনিনে কিশোর ইয়াজান আবু তাবেখকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। এরপর গতকাল বৃহস্পতিবার তার জানাজায় অংশ নেয় হাজারো ফিলিস্তিনি।
তার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি পুলিশের ওপর হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ। এর সিসিটিভি ফুটেজও প্রকাশ করা হয়। এতে কয়েকজন ইসরায়েলি পুলিশ আহত হয়।
ইসরায়েলি সেনাদের গুলিতেও হামলায় জড়িত এক ফিলিস্তিনির মৃত্যু হয়। এরপর ইসরায়েলি সেনারা জেনিন এলাকায় ফিলিস্তিনিদের কয়েকটি বাড়িঘর ভেঙে দেওয়ার সময়ও গুলি চালিয়ে আরো দুই ফিলিস্তিনিকে হত্যা করে।