উপস্থাপিকা অজ্ঞান, ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রার্থীদের লাইভ বিতর্ক সমাপ্ত
উপস্থাপিকা অজ্ঞান হয়ে যাওয়ায় পর যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে থাকা দুই প্রার্থীর মধ্যে চলা লাইভ বিতর্কের নাটকীয় সমাপ্তি হয়েছে।
ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী পদের জন্য লড়াইয়ে থাকা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক মঙ্গলবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত বিতর্কে অংশ নিচ্ছিলেন। অনুষ্ঠানের প্রায় অধা ঘণ্টা পার হওয়ার পর স্টুডিওতে কোনো কিছু বা কেউ পড়ে যাওয়ার জোরালো শব্দ শোনা যায়।
এ সময় টেলিভিশনের ক্যামেরা প্রার্থী ট্রাসের ওপর ছিল, তিনি বলছিলেন তাঁর পরিকল্পনার বিষয়ে। চোখের সামনে উপস্থাপিকাকে সংজ্ঞা হারিয়ে পড়ে যেতে দেখে তাঁর যে প্রতিক্রিয়া হয় তা দেখেছেন দর্শকরা। তাৎক্ষণিকভাবে হতচকিত, অপ্রস্তুত ট্রাস তাঁর দুই হাত মুখের কাছে এনে বলে ওঠেন ‘ওহ মাই গড’, সম্প্রচার তখনই থামিয়ে দেওয়া হয়।
ব্রিটেনের টক টিভি ও সান সংবাদপত্র এ বিতর্কের আয়োজক। টক টিভি জানিয়েছে, উপস্থাপিকা কেইট ম্যাকক্যান অজ্ঞান হয়ে গিয়েছিলেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
টুইটারে টক টিভি বলেছে, ‘যদিও তিনি ভালো আছেন, চিকিৎসকদের পরামর্শ হচ্ছে বিতর্কটা অব্যাহত রাখা আমাদের উচিত হবে না। আমরা আমাদের দর্শক ও শ্রোতাদের কাছে ক্ষমাপ্রার্থী।’
পরে ট্রাস এবং সুনাক, উভয়েই টুইটারে বার্তা দিয়ে ম্যাককানের সুস্থতা কামনা করেন।