কংগ্রেস এমএলএকে রাস্তায় পেটাচ্ছে পুলিশ, ভিডিও ভাইরাল

ভারতের কেরালা রাজ্যের বিধানসভার কংগ্রেস দলীয় সদস্য (এমএলএ) সফি পরম্বিলকে রাস্তায় জনসম্মুখে মারধর করেছে পুলিশ। গত মঙ্গলবারের ওই ঘটনার একটি ভিডিও ক্লিপ এরই মধ্যে ছড়িয়ে পরেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, রাজ্যে আলোচিত দুই শিশুকে ধর্ষণের পর খুনের মামলায় সিবিআই তদন্তের দাবিতে মঙ্গলবার রাস্তায় নামে কংগ্রেসের ছাত্র সংগঠন কেএসইউ। মিছিলের সামনে ছিলেন কংগ্রেস নেতা ও বিধায়ক সফি পরম্বিল। সেখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষ শুর হয় তাঁদের।
সংঘর্ষের এক পর্যায়ে সফি পরম্বিলসহ কংগ্রেস ছাত্র সংগঠনের (কেএসইউ) এক ডজন কর্মীকে রাস্তায় ফেলে মারধর করে পুলিশ। এতে সফিসহ অনেকে আহত হন।
ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিরোধীদলীয় বিধায়করা রক্তের দাগ লাগানো পোশাক পরে বিধানসভায় হাজির হন। কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউডিএফ (ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট) অধিবেশনের শুরু থেকেই সোচ্চার হয় ওই ঘটনা নিয়ে।
কেএসইউয়ের অভিযোগ, পুলিশের লাঠিচার্জে বিশজনের বেশি ছাত্রনেতা আহত হন। তবে সবচেয়ে বেশি আহত হন বিধায়ক সফি। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তাঁকে বেশ কয়েকজন পুলিশ ঘিরে ধরে বেধড়ক পেটাচ্ছে।
কংগ্রেস বিধায়ক ভিটি বলরাম দাবি করেন, সভার কর্মকাণ্ড স্থগিত রেখে সফি পরম্বিলের ওপর পুলিশি নির্যাতনের বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। এ সময় তুমুল হট্টোগোল করতে করতে পাঁচজন বিধায়ক স্পিকারের আসনের কাছাকাছি চলে আসেন। আর ওই পরিস্থিতিতে সভাকক্ষ ছেড়ে বের হয়ে যান স্পিকার।