করোনাকালে অনলাইনে সদস্য সংগ্রহ করছে জঙ্গি সংগঠনগুলো : জাতিসংঘ
সন্ত্রাসবাদী ও সহিংস চরমপন্থি গোষ্ঠীগুলো করোনার বিধিনিষেধকে কাজে লাগাতে শুরু করেছে বলে সতর্ক করেছে জাতিসংঘের সন্ত্রাসবাদবিরোধী কমিটি ‘কাউন্টার টেররিজম কমিটি এক্সিকিউটিভ ডিরেক্টরেট’ (সিটিইডি)।
সিটিইডি’র ২০২১ সালের প্রতিবেদনে জানানো হয়েছে, গোষ্ঠীগুলো তাদের সদস্য সংগ্রহে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করছে, যা বিশ্বের জন্য নতুন চ্যলেঞ্জ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এমনটি বলা হয়েছে।
‘দ্য ইমপ্যাক্ট অব কোভিড-১৯ প্যানডেমিক অন টেররিজম, কাউন্টার টেররিজম অ্যান্ড কাউন্টার ভায়োলেন্ট এক্সট্রিমিজম’ শিরোনামে প্রকাশিত জাতিসংঘের কমিটির রিপোর্টে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ও আল-কায়েদা এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবানের বিষয়ে বিশেষভাবে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টে দক্ষিণ এশিয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, অঞ্চলটির অনেক দেশ করোনার স্থবিরতার কারণে সন্ত্রাসবাদ প্রতিরোধ খাতে বরাদ্দ কমিয়ে দিয়েছে। যা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মাথাচাড়া দেওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে।
তালেবানের বিষয়ে সতর্ক করে জাতিসংঘের ওই রিপোর্টে বলা হয়েছে, গোষ্ঠীটি আফগানিস্তানের ক্ষমতায় রয়েছে। তাদের সঙ্গে আল-কায়েদার মতো বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর যোগসাজশ রয়েছে। তাদের বিষয়ে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া ভ্যাকসিন কূটনীতি এবং এর পক্ষে বিপক্ষে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে করোনা মোকাবিলায় উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর পাশে দাঁড়াতে ধনী রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সিটিইডি। অন্যথায় করোনা মোকাবিলার সঙ্গে সঙ্গে তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সক্ষম হবে বলেও মনে করিয়ে দিয়েছি জাতিসংঘের এ অঙ্গসংগঠনটি।