করোনা ছড়ানো নিয়ে বিতর্ক, চীনা রাষ্ট্রদূতকে তলব করল যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস মার্কিন সেনাবাহিনী চীনে ছড়িয়ে থাকতে পারে, দেশটির শীর্ষস্থানীয় এক সরকারি কর্মকর্তা এমন দাবি করায় চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাষ্ট্র।
গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ঝাও লিজিয়ান টুইটার পোস্টে বলেন, ‘শুরু থেকে কেন যুক্তরাষ্ট্রে রোগীর সংখ্যা শূন্য ছিল? সেখানে কত লোকের মধ্যে সংক্রমণ ঘটেছে? কোন হাসপাতালে তারা ভর্তি হয়েছে, সেগুলোর নাম কী? উহানের মধ্যে এই ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে দিয়ে থাকতে পারে মার্কিন সামরিক বাহিনী। অতএব, তথ্য প্রকাশে স্বচ্ছ হতে হবে। আপনারা তথ্য প্রকাশ করুন। যুক্তরাষ্ট্রের উচিত আমাদের কাছে ব্যাখ্যা দেওয়া।’
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র এই বক্তব্যের কড়া প্রতিবাদ করে চীনের রাষ্ট্রদূতকে তলব করেছে। তবে ওয়াশিংটনে চীনা দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
গত ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে করোনার উৎপত্তি। শুরুতে চীনের মধ্যে ভয়াবহ সংক্রমণ ঘটলে বিশ্ব গণমাধ্যমে শোরগোল ওঠে যে, গোপন জীবাণু মারণাস্ত্র পরীক্ষাগার থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। যদিও চীন সরকার এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসের সংক্রমণে ৪১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩৩ জনে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-এর পরিচালক অ্যান্টনি ফসি আশঙ্কা প্রকাশ করেছেন, আগামী কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে।
সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৪০৩ জনে দাঁড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৪ হাজার ৩৩৬ জন মানুষ। এরই মধ্যে করোনায় আক্রান্তের পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭০ হাজার ৮৬৪ জন।