কাবুলের খালে ফেলা হলো ৩০০০ লিটার মদ (ভিডিও)

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি খালে প্রায় তিন হাজার লিটার মদ ঢেলে ফেলে দিয়েছেন দেশটির তালেবান সরকারের গোয়েন্দা বাহিনীর সদস্যেরা। মাদকবিরোধী অভিযানে এগুলো জব্দ করা হয়েছিল। সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্সের (জিডিআই) প্রকাশ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি অভিযানে জব্দ করা মদ ব্যারেল থেকে খালে ঢালছেন জিডিআই’র সদস্যেরা।
রোববার ওই ভিডিও টু্ইটারে পোস্ট করে জিডিআই। তবে কবেকার অভিযানে জব্দ করা হয় এসব মদ, তা জানা যায়নি। তবে, জিডিআই’র এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে মদের ডিলারদের আটক করা হয়েছে।

তালেবানের আগে পশ্চিমা মদদপুষ্ট সরকারের আমলেও আফগানিস্তানে অ্যালকোহোল বিক্রি এবং গ্রহণ নিষিদ্ধ ছিল। কিন্তু, তালেবান ক্ষমতায় আসার পর এ বিষয়ে কড়াকড়ির মাত্রা ব্যাপকভাবে বেড়েছে। গত ১৫ আগস্ট তালেবানের আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর থেকে বহু অভিযান চালাতে দেখা গেছে।