কারাগারেই বিয়ে সারলেন ‘গ্যাংস্টার’ ওয়াসিম

জেলের মধ্যে ফের বেজে উঠল বিয়ের সানাই। হত্যার দায়ে উত্তর-পশ্চিম ভারতের পাঞ্জাব রাজ্যের পাতিয়ালার নাভা কেন্দ্রীয় কারাগারে আজীবন কারাদণ্ড ভোগ করছেন কুখ্যাত গ্যাংস্টার মোহম্মদ ওয়াসিম। গত শুক্রবার নিজের গ্রামেরই এক মেয়েকে কারাগারের মধ্যে বিয়ে করেছেন ওয়াসিম। এ নিয়ে নাভা কারাগারে দ্বিতীয়বার বসল বিয়ের আসর।
গাজিগা খান গোষ্ঠীর অন্যতম সদস্য ওয়াসিম। পরে গ্যাংস্টার হয়ে ওঠেন। ২০১৬ সালে ইয়াসির হত্যা মামলায় অন্যতম দোষী ছিলেন এই ওয়াসিম। যদিও ২০১০ সালেও হত্যা মামলায় নাম জড়িয়েছিল ওয়াসিমের। সেই থেকেই জেলবন্দি রয়েছেন তিনি। গত শুক্রবার সকাল ৯টা নাগাদ কারাগারের মধ্যেই মুসলিম রীতি অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়। দুই পরিবারের সদস্য মিলিয়ে আটজন উপস্থিত ছিলেন বিয়েতে।
বিয়ের জন্য প্যারোলে মুক্তির আবেদন জানিয়েছিলেন ওয়াসিম। কিন্তু আদালত তা খারিজ করে দেন। এরপর ওয়াসিমের আইনজীবী কারাগারের মধ্যেই বিয়ে সম্পন্ন করার আবেদন জানান। সেই আবেদনে সাড়া দেন আদালত। জানিয়ে দেওয়া হয়, জেলের ভেতরে পূর্ণ নিরাপত্তার মধ্যে বিবাহ সম্পন্ন হতে পারে। এরপরই শুক্রবার চার হাত এক হয়।
হত্যা ছাড়াও একাধিক মামলায় অভিযুক্ত ওয়াসিম। এর আগে গ্যাংস্টার মনদীপ সিংয়ের বিয়ের অনুষ্ঠানও হাইকোর্টের নির্দেশে হয়েছিল নাভা কারাগারে।