কাশ্মীরে ট্যাক্সিক্যাব খাদে পড়ে নিহত ৯
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাহাড়ি রাস্তা থেকে একটি ট্যক্সিক্যাব গভীর খাদে পড়ে নয় জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজ্য পুলিশ জানিয়েছে, শ্রীনগর-লেহ জাতীয় সড়কের জোজিলা পাসে দুর্ঘটনাটি ঘটে। জোজিলা পাস সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ৪০০ মিটার উপরে।
একজন পুলিশ কর্মকর্তা স্থানীয় মিডিয়াকে বলেছেন, ট্যাক্সিক্যাবটি কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের দিকে যাচ্ছিল। চালক ও আট যাত্রী নিয়ে বুধবার গভীর রাতে এই ট্যাক্সিক্যাব দুর্ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। ঘটনায় আহত চালক ও এক সেনাসহ আরও চারজন আজ বৃহস্পতিবার মারা গেছেন।
দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।