কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে সেনা কর্মকর্তাসহ নিহত দুই
ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে ভারতের এক সেনা কর্মকর্তা এবং এক সেনা সদস্য নিহত হয়েছে। একই এলাকায় পাঁচ সেনা সদস্য নিহত হওয়ার পাঁচ দিনের মাথায় পুঞ্চ-রাজৌরি জঙ্গলে বৃহস্পতিবার রাতে এই অভিযান চালানো হয়। খবর এনডিটিভির।
অভিযান চলায় জম্মু-পুঞ্চ-রাজৌরি মহাসড়ক বন্ধ রাখা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, গত ১০ অক্টোবর যে গ্রুপটি সেনা দলের ওপর হামলা চালায় সেই গ্রুপটির বিরুদ্ধেই অভিযান চালানো হয়।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, পুঞ্চ জেলার মেন্দর সাব ডিভিশনের নার খাস জঙ্গলের সাধারণ এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে।
গত চার দিন ধরে সন্ত্রাসী গ্রুপটিকে ধাওয়া করছে ভারতীয় সেনাবাহিনী। তবে উঁচু পর্বত এবং জঙ্গলের সুবিধা নিয়ে তারা সেনাবাহিনীকে ফাঁকি দিতে সক্ষম হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় সেনাবাহিনী।