গভীর কুয়া থেকে ২ বছরের শিশু উদ্ধার (ভিডিও)
গভীর কুয়ায় পড়ে যাওয়া দুই বছর বয়সি একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। ভারতের গুজরাটের সুরেন্দ্রনগর জেলার একটি খামারে শিশুটি খেলাধুলা করার সময় কুয়ায় পড়ে যায়। পরে সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড, পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে শিবম নামের শিশুটি দুদাপুর গ্রামের একটি খামারে খেলছিল। এক পর্যায়ে সে ২৫ ফুট গভীর একটি কুয়ায় পড়ে যায়। সেই খামারে তার বাবা-মা শ্রমিক হিসেবে কাজ করেন।
জেলা প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সেলের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলকে সেখানে পাঠায়। এ ছাড়া সেনাবাহিনী, আহমেদাবাদ পৌর কর্পোরেশন ও পুলিশের সাহায্য চায় তারা।
পরে সেনাবাহিনীর একটি দল, পুলিশ, জেলা প্রশাসনের কর্মী ও গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় তিন ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে রাত ১১টার দিকে তারা শিশুটিকে কুয়া থেকে বের করে আনতে সক্ষম হয়।