গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন সাবেক মিস পাকিস্তান

জানিব নাভিদ (৩২) নিজেই চালাচ্ছিলেন ‘মার্সিডিজ সিএল২’ গাড়িটি। সামনেই ছিল গতিরোধক, কিন্তু গতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন নাভিদ। ব্যস্ত সড়কে উল্টে যায় তাঁর গাড়ি। বিধ্বস্ত গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়েন নাভিদ। ঘটনাস্থলেই প্রাণ হারান ২০১২ সালে মিস পাকিস্তান ওয়ার্ল্ড খেতাব জেতা এই সাবেক বিউটি কুইন।
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের প্রন্স জর্জ’স কাউন্টিতে গত রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় স্থানীয় পুলিশ। যুক্তরাষ্ট্রভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন পিপল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
নিউইয়র্কের পোমোনা এলাকায় থাকতেন নাভিদ। দুর্ঘটনার সময় গাড়িতে নাভিদ একাই ছিলেন।
প্রাথমিক তদন্ত শেষে ম্যারিল্যান্ড পুলিশ নিশ্চিত হয়েছে, মদ্যপ অবস্থায় ছিলেন না নাভিদ। তবে এখনো দুর্ঘটনার বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।
নিউইয়র্কের পেস ইউনিভার্সিটি থেকে ২০১১ সালে স্নাতক সম্পন্ন করেন নাভিদ। এর পর কানাডার টরন্টোয় আয়োজিত মিস পাকিস্তান ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেন। ২০১২ সালের ২৪ আগস্ট ১০ম নারী হিসেবে মিস পাকিস্তান ওয়ার্ল্ড খেতাব জেতেন নাভিদ।
এর পর ২০১২ সালে মিস আর্থ সুন্দরী প্রতিযোগিতায় পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেন নাভিদ। মিস ওয়ার্ল্ড ও মিস ইউনিভার্সের পর তৃতীয় বৃহত্তম সুন্দরী প্রতিযোগিতা মিস আর্থ। একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী ও উদ্যোক্তা হিসেবে পরিচিত ছিলেন নাভিদ।
জানিব নাভিদের বিভিন্ন উদ্যোগের কথা স্মরণ করে বর্তমান মিস পাকিস্তান ওয়ার্ল্ড সোনিয়া আহমেদ বলেন, ‘মিস পাকিস্তান ওয়ার্ল্ড আয়োজক সংস্থার প্রেসিডেন্ট হিসেবে পাকিস্তানকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছিলেন নাভিদ। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।’
‘পাকিস্তানের মাটিতে কোনো সুন্দরী প্রতিযোগিতা আয়োজিত হয় না। তেমন একটি দেশের হয়ে সুন্দরী প্রতিযোগিতা খেতাব জেতা চাট্টিখানি কথা নয়!’ যোগ করেন সোনিয়া।
দুর্ঘটনার পর যানিব নাভিদের পরিবারকে আর্থিক সহায়তা করতে এরই মধ্যে ‘গোফান্ডমি’তে পেজ খুলেছে তাঁর কাছের মানুষরা।
ওই পেজে নাভিদকে উৎসর্গ করে লেখা হয়, ‘ঘর আলোকিত করা হাসি, দৃঢ় ব্যক্তিত্ব, মায়াবী চাহনি, শুনতেই হবে এমন কন্ঠস্বর ও অনন্য সৌর্ন্দর্যের’ জন্য স্মরণীয় হয়ে থাকবেন নাভিদ।
জানিব নাভিদের মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর স্বামী আলি হায়দার শাহ।
‘ভগ্ন হৃদয়ে’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে শাহ লেখেন, ‘প্রিয়তমা তোমাকে খুঁজে পাচ্ছি না... তোমার নাম ধরে চিৎকার করে ডাকছি... সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় সরব ছিলে তুমি... তাই প্লিজ আমার ডাকে সাড়া দাও... প্লিজ ফিরে এসো, এভাবে আমার জীবন থেকে, পৃথিবী ছেড়ে চলে যেতে পারো না তুমি!... জানিব আলি হায়দার প্লিজ আমার কাছে ফিরে এসো...তোমার বদলে সৃষ্টিকর্তা আমায় কেন নিলেন না।’
এই পোস্টের কয়েকদিন পর স্ত্রীর সঙ্গে নিজের ছবি দিয়ে আরেকটি পোস্ট করেন শাহ। ছবির ক্যাপশনে লেখেন, ‘ফিরে এসো যানিব... তোমাকে আমার চাই... সবসময় আমার পাশে ছিলে তুমি... এ মুহূর্তে তোমাকে ভীষণ প্রয়োজন আমার! প্রতিজ্ঞা করেছিলাম, তোমাকে সবকিছু থেকে আগলে রাখব... এবার আর পারলাম না, ক্ষমা করে দিও।’
এর পর গত বুধবার নাভিদকে কবরে চিরনিদ্রায় শায়িত করে কবরে চুম্বন করে আরো দুটি ছবি পোস্ট করেন শাহ। ক্যাপশনে লেখেন, ‘বিদায় প্রিয়তমা... ওপারে তোমার সঙ্গে দেখা হবে।’