ছত্তিশগড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের
ভারতের ছত্তিশগড়ে একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন বাসের সাত যাত্রী। আহত হয়েছেন আরও তিন জন।
আজ সোমবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে রাজ্যের কোরবা জেলার মাধাই ঘাট এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, আহতদের দুর্ঘটনাস্থলের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া বাসের চালককে আটক করা হয়েছে।