জুতার ভেতরে বিষধর সাপ, সতর্ক থাকার পরামর্শ (ভিডিও)

সাপের থাকার জায়গা গর্তে হলেও এবার জুতার ভেতরে একটি বিষধর সাপ পাওয়া গেছে। পরে সাপটি উদ্ধার অভিযানের একটি ভীতিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। খবর এনডিটিভির।
ভারতীয় বন পরিষেবা অফিসার সুশান্ত নন্দা টুইটারে এ ঘটনার একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি মানুষকে সতর্ক করে বলেছেন, ‘বর্ষাকালে সম্ভাব্য অপ্রত্যাশিত জায়গায় সাপ দেখা যায়। সাবধান হোন, প্রশিক্ষিত কর্মীদের সাহায্য নিন।’
ভিডিওতে দেখা যায়, লুকানো সরীসৃপটিকে ধরার জন্য একজন প্রশিক্ষিত নারী জুতার ভেতর একটি সাপ ধরার রড ঢুকিয়ে দেন। এরপর সেখান থেকে সাপটি বেরিয়ে এসে ওই নারীকে আক্রমণ করার চেষ্টা করতে দেখা যায়। তবে, তিনি সতর্কতার সঙ্গে সাপটিকে বের করে আনতে সক্ষম হন।
প্রশিক্ষিত কর্মীদের এ সময় জুতা পরার আগে কেন সতর্কতা অবলম্বন করা দরকার তা ব্যাখ্যা করতে শোনা যায়। তাঁরা আরও বলেন, বিশেষ করে বর্ষা মৌসুমে সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ।
সাপ ধরার এ ভিডিওটি টুইটারে শেয়ার করার পর থেকে এখন পর্যন্ত এটি এক লাখ বারের বেশি ভিউ এবং সাড়ে তিন হাজার লাইক পেয়েছে।