তাইওয়ানে ১৩ তলা ভবনে আগুন, নিহত বেড়ে ৪৬
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/10/14/ap21287185755350.jpg)
তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিউং শহরে ১৩ তলা একটি আবাসিক ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বশাসিত দ্বীপটির সরকার। ছবি : সংগৃহীত
তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিউং শহরে ১৩ তলা একটি আবাসিক ভবনে আগুন লেগে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্বশাসিত দ্বীপটির সরকার। এ ঘটনায় আরও ৪১ জন আহত হয়েছে, বলেছে তারা।
কাওসিউংয়ের ইয়ানচেং জেলার ৪০ বছরের পুরোনো ওই ভবনটিতে বৃহস্পতিবার দিবাগত রাতে আগুন লাগে, ভোরের দিকে তা নিয়ন্ত্রণে আসে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কাওসিউংয়ের দমকল বিভাগ এক বিবৃতিতে জানায়, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনে তল্লাশি চালিয়ে ৪৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/10/14/capture.jpg 687w)
ভবনটির একাংশ পরিত্যক্ত ছিল, সেখানে আগে রেস্তোরাঁ, কারাওকে লাউঞ্জ ও সিনেমা হল ছিল বলে জানিয়েছেন মেয়র চেন চি-মাই।
কী কারণে আগুন লেগেছে, কেউ লাগিয়ে দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দ্বীপটির সরকার।