তাইওয়ানে ১৩ তলা ভবনে আগুন, নিহত ২৫

তাইওয়ানের কোয়াসিউং শহরের একটি ভবনে গভীর রাতে আগুনের সূত্রপাত ঘটে। ছবি : সংগৃহীত
তাইওয়ানের দক্ষিণাঞ্চলের কোয়াসিউং শহরের ১৩ তলা একটি ভবনে আগুনে ২৫ জন নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে লাগা এই আগুনে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে। দ্য ওয়াশিংটন পোস্টের খবরে এসব তথ্য জানানো হয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, ভবনটির আগুন ‘অত্যন্ত ভয়াবহ’ ছিল। এতে বেশ কয়েকটি মেঝে প্রায় ধ্বংস হয়ে গেছে।

নিহতের সংখ্যা ৪০ জন ছাড়িয়ে যেতে পারে বলে জানান তাইওয়ানের ফায়ার সার্ভিসের প্রধান লি চিং-সিউং।