দুঃসময়ে ইমরানের সমালোচনা করে যা বললেন সাবেক স্ত্রী রেহাম

পাকিস্তানে প্রধানমন্ত্রীর পদে ইমরান খান বহাল থাকছেন কি-না তা নির্ধারিত হতে পারে আগামী রোববার। ইমরানকে সরাতে এরই মধ্যে পার্লামেন্টে আনা অনাস্থা প্রস্তাবকে ঘিরে দেশটির রাজনীতিতে চলছে নাটকীয়তা। রাজনৈতিক জীবনে এমন অনিশ্চয়তার মুখে আগে কখনো পড়েননি ইমরান।
অনাস্থা ভোটে হেরে গেলে প্রধানমন্ত্রীর গদি হারাতে হবে ইমরানকে। এমন দুঃসময়ে সাবেক স্ত্রী রেহাম খানের কাছ থেকেও ভর্ৎসনা কুড়াচ্ছেন ক্রিকেট তারকা থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান।
ইমরানকে উদ্দেশ্য করে এক টুইটে রেহাম বলেন, ‘হ্যাঁ, আপনি যখন প্রধানমন্ত্রী ছিলেন না, তখন পাকিস্তান অত্যন্ত ভালো ছিল।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রেহাম ইমরানের রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তির ব্যাপারেও মন্তব্য করেছেন।
ইমরানের দ্বিতীয় স্ত্রী ছিলেন পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রেহাম। পেশায় সাংবাদিক রেহামকে ২০১৪ সালে বিয়ে করেছিলেন ইমরান। এক বছরের মাথায় পারস্পরিক সম্মতিতে তাঁদের বিচ্ছেদ হয়।
এদিকে গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তাঁর সরকার উৎখাতে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে তার প্রমাণ হিসেবে একটি দেশের পাঠানো ‘হুমকির চিঠির’ কথা উল্লেখ করেন ইমরান।