ভারতীয় মালিকানার দলে দুই পাকিস্তানি

দ্য হানড্রেড ২০২৫ আসরে নর্দার্ন সুপারচার্জার্স দলে ভিড়িয়েছে পাকিস্তানের দুই অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে। তবে তারা এসেছেন বদলি হিসেবে। অস্ট্রেলিয়ান পেসার বেন ডোয়ারশুইস ও নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনারের অনুপস্থিতির কারণে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে এই দুজনকে দলে নেওয়া হয়েছে।
আমির ও ইমাদকে দলে ভেড়ানো সুপারচার্জার্সের নতুন মালিক ভারতীয় মিডিয়া গ্রুপ ‘সান গ্রুপ’। দলটির প্রধান নির্বাহীর দায়িত্বে আছেন কাব্য মারান, যিনি সান গ্রুপের প্রতিষ্ঠাতা কলানিধি মারানের মেয়ে। বর্তমানে নর্দার্ন সুপারচার্জার্সই দ্য হানড্রেডের একমাত্র ফ্র্যাঞ্চাইজি, যার শতভাগ মালিকানা একটি শিল্পগোষ্ঠীর হাতে। আইপিএল সানরাইজার্স হায়দ্রাবাদের মালিকানাও তাদের হাতে।
ভারতীয় ফ্রাঞ্চাইজি দুজন পাকিস্তানিকে দলে নিয়ে পাকিস্তানিদের এই টুর্নামেন্টে না খেলার শঙ্কাটা কিছুটা হলেও দূর করেছে। ‘দ্য হানড্রেড’-এর নতুন মালিকদের মধ্যে চারটি ভারতীয় এবং দুটি ভারতীয়-আমেরিকান কোম্পানি। চলতি বছরের মার্চে অনুষ্ঠিত ড্রাফটে পাকিস্তানি ক্রিকেটারদের প্রতি আগ্রহ দেখায়নি কোন ফ্রাঞ্চাইজি।
অনেকেই তখন মনে করেন যে দ্য হানড্রেডের বেশিরভাগ ফ্রাঞ্চাইজির মালিকানা ভারতীয়দের হাতে চলে যাওয়াই পাকিস্তানিদের এই টুর্নামেন্টে খেলা নাও হতে পারে। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আগেই জানিয়েছিল, টুর্নামেন্টে ভারতীয়দের মালিকানায় বেশিরভাগ দল থাকলেও পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণে এর কোনও প্রভাব পড়বে না। এই বিষয়ে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, ‘আমরা অন্য জায়গায় এমনটা দেখেছি, কিন্তু এখানে সেটা হবে না।’
নর্দান সুপারচার্জার্স গতকাল (৫ আগস্ট) রাতেই আমির-ইমাদকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। নর্দার্ন সুপারচার্জার্সের প্রথম দুটি ম্যাচে পাওয়া যাবে না সান্টনারকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন তিনি। আর ডোয়ারশুইসকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দলে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ফলে দ্য হানড্রেডের এই মৌসুমে ডোয়ারশুইসের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
চলতি বছরের মার্চে অনুষ্ঠিত ড্রাফটে কোনও পাকিস্তানি ক্রিকেটার চুক্তিবদ্ধ না হওয়ায় পেছনে কারণ হিসেবে ধরা হয় পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফর এবং আরব আমিরাতে একটি ত্রিদেশীয় সিরিজ, সাম্প্রতিক ফর্মহীনতা এবং গত বছর শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহের হঠাৎ সরে যাওয়ার বিষয়টিকে। এছাড়া সামনে এশিয়া কাপ থাকায় পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) এই টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের ছাড়তে চায়নি।
নর্দার্ন সুপারচার্জার্সকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হ্যারি ব্রুক। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) ওয়েলশ ফায়ারের মুখোমুখি হবে তারা।