দেয়ালে ঝুঁকিপূর্ণ কাঁটাতার, ওপারে মার্কিন সেনার হাতে পৌঁছাল শিশু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/20/baby.jpg)
আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে দেখা গেল এক অন্য রকম দৃশ্য। দেয়ালের ওপরে কাঁটাতার দেওয়া। সেই কাঁটাতারে আঘাতের ঝুঁকি নিয়েই দেয়ালের এক পাশ থেকে অন্য পাশে থাকা মার্কিন সেনাদের হাতে এক দুগ্ধপোষ্য শিশুকে তুলে দেওয়া হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এমনই একটি ছবি প্রকাশ করেছে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/08/20/baby-inside.jpg 687w)
সশস্ত্র সংগঠন তালেবান সম্প্রতি কাবুলের দখল নেওয়ার পর দেশ ছাড়তে উদগ্রীব অনেক আফগান। কাবুল বিমানবন্দর এখন কাঁটাতার দিয়ে ঘেরা রয়েছে। বিমানবন্দরের তত্ত্বাবধানে রয়েছে মার্কিন সেনা। কাঁটাতারের ওপারে বিমানবন্দরের মধ্যে মার্কিন সেনা। আর এপারে দেশ ছাড়তে চাওয়া হাজার হাজার আফগান।
অন্যদিকে, আফগানিস্তানে ন্যাটো বাহিনী বা পূর্ববর্তী আফগান সরকারের পক্ষে যাঁরা কাজ করেছেন, তাঁদের খুঁজতে তালেবান ঘরে ঘরে অভিযান চালাচ্ছে বলে জাতিসংঘের এক নথিতে সতর্ক করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
জাতিসংঘের নথিতে বলা হয়েছে, তালেবান তাদের নিশানা করা মানুষজনকে বাড়ি বাড়ি গিয়ে খুঁজছে এবং তাদের পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছে। কট্টর ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠীটি ক্ষমতা দখলের পর থেকে আফগানদের আশ্বস্ত করছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা ‘প্রতিশোধ নেবে না’।
এর মধ্যেই জানা গেছে, জাতিসংঘকে যাঁরা গোয়েন্দা তথ্য সরবরাহ করতেন, তালেবান তাঁদের নিশানা করছে বলে এক গোপন নথিতে সতর্ক করা হয়েছে।