নতুন মহাকাশ স্টেশনের মডেল উন্মোচন করল রাশিয়া
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/08/16/15t103213z_0.jpg)
রাশিয়ার নির্মিত মহাকাশ স্টেশন কেমন হবে তার একটি মডেল উন্মোচন করেছে মস্কো। দেশটির মহাকাশ সংস্থার তরফে এ মডেলটি প্রকাশ করা হয়েছে।
মস্কোর তরফে এ ধরনের মডেল প্রকাশের ঘটনা এটিই প্রথম। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আল-জাজিরা।
সোমবার মস্কোর কাছে ‘আর্মি ২০২২’ শীর্ষক অস্ত্র প্রদর্শনী উদ্বোধন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই অনুষ্ঠানেই নতুন মহাকাশ স্টেশনের মডেল উন্মোচন করে দেশটির জাতীয় মহাকাশ সংস্থা রোসকসমস।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, এ ঘটনা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ত্যাগের ব্যাপারে রাশিয়া যে তৎপর সে বিষয়টিকেই সামনে নিয়ে এসেছে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2022/08/16/capture_1.jpg 687w)
গত মাসেই রোসকসমসের প্রধান হিসেবে ইউরি বোরিসভ নামের একজন কর্মকর্তাকে নিয়োগ দেন পুতিন। এদিন নতুন মহাকাশ স্টেশনের মডেল উন্মোচনকালে তিনি বলেন, নিজস্ব অরবিটাল স্টেশন তৈরির জন্য কাজ করছে রাশিয়া। ২০২৪ সালের পর তার দেশ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে যাবে।