‘নাচ থামানোয়’ বিয়ের অনুষ্ঠানে নারীর মুখে গুলি
বিয়ের অনুষ্ঠানে নাচ থামিয়ে দাঁড়িয়ে থাকায় এক নৃত্যশিল্পীর মুখে চালিয়ে দেওয়া হলো গুলি। ওই নারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ভারতের উত্তরপ্রদেশের একটি গ্রামে গত ১ ডিসেম্বর ঘটনাটি ঘটেছিল। পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, স্টেজে নাচছিলেন দুই নারী। একটু পর থেমে যান দুজনই। হঠাৎ শোনা যায় গুলির শব্দ, আর সঙ্গে সঙ্গে মুখ ধরে মঞ্চে লুটিয়ে পড়েন এক নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
পুলিশ বিবিসিকে জানিয়েছে, ভিডিওতে যে ব্যক্তিকে গুলি করতে দেখা গেছে, তাকে চিহ্নিত করা হয়েছে। ওই ব্যক্তি পলাতক রয়েছে। তবে তাকে শিগগিরই আটক করা হবে বলে পুলিশ জানায়।
ভারতের কিছু অঞ্চলে বিয়েবাড়িতে গুলিবর্ষণ সংক্রান্ত সংঘাত নতুন নয়। এসব অঞ্চলে বিয়ের অনুষ্ঠানে ফাঁকা গুলি ছুড়ে আনন্দ-উল্লাস করার রেওয়াজ রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এমন উল্লাস উদযাপন থেকে অনেক সময় দুর্ঘটনা ঘটে।
চলতি মাসের এমন কাণ্ডের মতোই একটি ঘটনা ঘটেছিল ২০১৬ সালে। ভারতের পাঞ্জাব রাজ্যে এক বিয়ের অনুষ্ঠানে নাচার সময় এক গর্ভবতী নারীর পেটে গুলি করা হলে তিনি মারা যান। এ ছাড়া দুর্ঘটনাবশত মৃত্যুর ঘটনাও ঘটেছে।
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় এক বিয়ের অনুষ্ঠানে উল্লাস করে গুলি ছোড়ে এক স্বঘোষিত নারী ধর্মগুরু। তার গুলিতে বরের আত্মীয়সহ তিনজন প্রাণ হারায়।
২০১৮ সালে পাঞ্জাবে একটি বিবাহপূর্ব পার্টিতে ভুল করে প্রতিবেশীকে গুলি করে মেরে ফেলে কনের বাবা। পরে পুলিশ তাকে আটক করে। মেয়ের আসন্ন বিয়ের খুশিতে ফাঁকা গুলি ছোড়েন ওই ব্যক্তি। একটি বুলেট গিয়ে লাগে এক প্রতিবেশীর কপালে। ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।