নিজ পার্টির চাপে নেতানিয়াহু
সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে আনতে ও বিচার বিভাগের সংস্কারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার লিকুদ পার্টির সদস্যরা। আইনপ্রণেতা ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বিতর্কিত আইনটি রদ করার আহ্বান জানিয়েছেন। এতে করে সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই হতে পারে গ্যালান্ট হুঁশিয়ারি দিয়েছেন। আজ রোববার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সর্বশেষ বার ক্ষমতায় আসার পরই ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বিচার ব্যবস্থাকে সংশোধন এবং সুপ্রিম কোর্টকে দুর্বল করার একটি পরিকল্পনা উন্মোচন করেন ইসরায়েলি বিচারমন্ত্রী। এরপর থেকেই দেশটিতে বিক্ষোভ শুরু হয়। আইনটি পাস হলে দেশটির সর্বোচ্চ আদালত অর্থাৎ, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা চলে যাবে নেসেটে। এতে করে আদালতের যেকোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে পার্লামেন্ট।
বর্তমানে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষের অভিযোগে একটি মামলা আদালতে বিচারাধীন। তবে, বিষয়টি অস্বীকার করে আসছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। তার মতে, এই বিচার বিভাগ সংস্কার হলে আদালত ও সরকারের ভারসম্য ঠিক হবে।
এমনকি নেতানিয়াহু সরকার বিচারক নিয়োগে বেশকিছু পরিবর্তন আনতে যাচ্ছে। এই সপ্তাহেই নেসেটে বিলটি উত্থাপন করা হবে। পার্লামেন্টে এটি পাস হলে শুধুমাত্র কট্টরপন্থী জাতীয়তাবাদী ও ইহুদিরা নিয়োগ পাবে।
বর্তমানে জোট সরকার করে ইসরায়েলের ক্ষমতায় রয়েছেন নেতানিয়াহু। ১২০টি আসনের মধ্যে তাদের জোট সরকারের দখলে রয়েছে ৬৪টি আসন। তবে, বিচার বিভাগের সংস্কার ও বিচারক নিয়ে জোটের অন্য সদস্যরা আপত্তি জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি, তারা জোট থেকে বেরিয়ে যেতে পারেও বলে ধারণা বিশ্লেষকদের।
লিকুদ পার্টির সদস্য ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট শনিবার নেতানিয়াহুকে আইনটি এক মাসের স্থগিত করার জন্য আহ্বান জানান। গ্যালান্ট বলেন, ‘দেশব্যাপী বিক্ষোভ আমাদের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের বাহিনীর সদস্যরা এতে ক্ষুব্ধ ও হতাশ।’
এই সপ্তাহে আইনটি পাস নিয়ে ভোট হওয়ার কথা থাকলেও এতে গ্যালান্ট থাকবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
এদিকে, আজ রোববার লিকুদ পার্টির সদস্য এবং নেসেটের পররাষ্ট্রবিষয়ক ও প্রতিরক্ষা কমিটির প্রধান ইউলি এডেলস্টেইন বিচার বিভাগের সংস্কার বন্ধের আহ্বান জানান। সংস্কারের ভোটে তিনি উপস্থিত থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি গণমাধ্যমকে সরাসরি কোনো উত্তর দেননি।