পাকিস্তানে আহমদিয়া সম্প্রদায়ের অধ্যাপককে গুলি করে হত্যা

পাকিস্তানে সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের এক অধ্যাপককে গুলি করে হত্যা করা হয়েছে। ধর্ম নিয়ে কথা কাটাকাটির জেরে ওই অধ্যাপককে গুলি করে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
দেশটির সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানায়, গত সোমবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের পেশাওয়ার শহরে আহমদিয়া সম্প্রদায়ের সদস্য নাঈমুদ্দিন খাট্টাককে গুলি করে হত্যা করেছেন অজ্ঞাত দুই বন্দুকধারী। হত্যাকাণ্ডের শিকার ওই অধ্যাপক স্থানীয় একটি কলেজের প্রাণিবিদ্যার অধ্যাপক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
খাট্টাকের ভাই পুলিশকে বলেছেন, স্থানীয় অন্য একটি কলেজের এক অধ্যাপকের সঙ্গে ধর্ম নিয়ে তর্ক-বিতর্ক হয়েছিল নাঈমুদ্দিন খাট্টাকের। সেই ব্যক্তিই তাঁর ভাইকে গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি।
পেশাওয়ার পুলিশের কর্মকর্তা আশুর খান বলেন, ‘সন্দেহভাজনকে গ্রেপ্তারে আমরা সম্ভাব্য সব স্থানে অভিযান পরিচালনা করছি।’
দুই মাস আগে দেশটির আদালতে ব্লাসফেমি আইনে ধর্ম অবমাননার মামলায় শুনানির সময় পাকিস্তানি-মার্কিন বংশোদ্ভূত আহমদিয়া সম্প্রদায়ের এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধ ঠেকাতে ব্লাসফেমি আইন বাতিলে পাকিস্তানের প্রতি আহ্বান জানায়।