পাকিস্তানে ‘সন্ত্রাসী হামলায়’ ৬ পুলিশ নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/11/16/pakistan.jpg)
পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে পুলিশের একটি টহল দলের ওপর অজ্ঞাত হামলাকারীদের গুলিবর্ষণে অন্তত ছয় জন নিহত হয়েছে।
বুধবার সকালে প্রদেশটির লাক্কি মারওয়াত জেলায় এ ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রায়ত্ত রেডিও পাকিস্তানের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।
এ হামলার ঘটনায় নিহতদের মধ্যে পুলিশের একজন উপ-পরিদর্শক ও টহল গাড়িটির চালকও রয়েছেন। রেডিও পাকিস্তান এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে।
ঘটনার বিষয়ে প্রাদেশিক পুলিশ প্রধানের কাছে প্রতিবেদন চেয়ে পাঠিয়েছেন খাইবার পাখতুনখওয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান। এক বিবৃতিতে এ ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করে নিহতদের পরিবারের প্রতি গভীর ‘সমবেদনা’ প্রকাশ করেছেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ হামলার তীব্র নিন্দা করে ‘সন্ত্রাসীরা পাকিস্তানের শত্রু’ বলে মন্তব্য করেছেন। পাকিস্তানকে নিরাপদ করতে ‘সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ’ নেওয়া হবে বলে প্রত্যয় জানিয়েছেন।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/11/16/pakistan-capture.jpg)
ডন জানিয়েছে, খাইবার পাখতুনখওয়ায় ফের সহিংসতা বাড়তে শুরু করেছে, এর মধ্যেই বুধবারের এ হামলার ঘটনা ঘটল। প্রদেশটিতে শান্তি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে স্থানীয় বাসিন্দারা একের পর এক বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।