পানশির দখলের দাবি তালেবানের, বিদ্রোহীদের নাকচ

নিয়ন্ত্রণের বাইরে থাকা আফগানিস্তানের একমাত্র প্রদেশ পানশির উপত্যকাও গতকাল শুক্রবার দখলে নেওয়া হয়েছে বলে দাবি করেছে তালেবান। সশস্ত্র গোষ্ঠীটির অন্তত তিনটি সূত্র এমন দাবি করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে। তবে, সেখানকার বিদ্রোহী নেতা এমন দাবি নাকচ করে দিয়েছেন।
একজন তালেবান কমান্ডার রয়টার্সকে বলেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমরা গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে পেরেছি। সমস্যা সৃষ্টিকারীরা পরাজিত হয়েছে এবং পানশির এখন আমাদের নিয়ন্ত্রণে।’ এ উপলক্ষে কাবুলে ফাঁকাগুলি ছুড়ে উল্লাস করেছেন তালেবান সদস্যেরা। বহু আফগান ফেসবুকে পানশির নিয়ে পোস্ট দিয়েছেন।
তবে, তাৎক্ষণিকভাবে সরেজমিন পরিস্থিতি যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের শাসনামলে পানশির তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। এমনকি, এর আগে সোভিয়েত আগ্রাসনের সময়ও পানশির নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছিল।
বিদ্রোহী বাহিনীর অন্যতম নেতা ও আশরাফ ঘানি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ বলেছেন, তাঁর বাহিনী এখনও হাল ছেড়ে দেয়নি।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের একজন সাংবাদিকের মাধ্যমে টুইট করা ভিডিওবার্তায় আমরুল্লাহ সালেহ বলেন, ‘কোনো সন্দেহ নেই যে—আমরা কঠিন এক পরিস্থিতির মধ্যে আছি, তালেবানের আগ্রাসনের কবলে পড়েছি আমরা। আমরা আমাদের মাটি ধরে রেখেছি, আমরা রুখে দাঁড়িয়েছি।
অন্যান্য নেতারাও পানশির পতনের খবরকে নাকচ করে দিয়েছেন।’
বিদ্রোহে নেতৃত্বদানকারী আহমাদ মাসুদ বলেছেন, পাকিস্তানি মিডিয়ায় পানশির দখলের ভুয়া খবর প্রচার করা হচ্ছে।
নতুন সরকার
তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লাহ আব্দুল ঘানি বারাদারের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে তালেবান। সংবাদমাধ্যমগুলোতে খবর বেরিয়েছিল, গতকাল শুক্রবার জুমার নামাজের পর মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা আসতে পারে।

তালেবান বলেছে, আজ শনিবার মন্ত্রিসভা ঘোষণা করা হতে পারে। আগেই অবশ্য চার জন মন্ত্রীর নাম ঘোষণা করেছে তালেবান। অর্থমন্ত্রী দায়িত্ব পেয়েছেন গুল আগা। এ ছাড়া ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সদর ইব্রাহিম, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা আবদুল কাইয়ুম জাকির ও ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী হিসেবে আবদুল বাকি হাক্কানির নাম ঘোষণা করা হয়েছে।