পার্লামেন্টে আস্থা ভোটে টিকে গেলেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : রয়টার্স
পাকিস্তানের পার্লামেন্টে (সংসদ) অনুষ্ঠিত আস্থা ভোটে জিতেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। মাত্র ছয় ভোটে জিতে প্রধানমন্ত্রীর গদি টিকিয়ে রাখলেন ইমরান। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পার্লামেন্টের স্পিকার তাঁর ঘোষণায় বলেন, আস্থা ভোটে জয়ী হতে ১৭২ ভোট দরকার পড়লেও ইমরান খান পেয়েছেন ১৭৮টি।
প্রতিবেদনে বলা হয়, আস্থা ভোটে জেতার জন্য ইমরানের প্রয়োজন ছিল ১৭২ ভোট। কিন্তু তিনি পেয়েছেন ১৭৮ ভোট। মাত্র ছয় ভোটে জিতে নিজের প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখলেন তিনি। তবে বিরোধী দল এ ভোটের ফলাফল বর্জন করেছে।

চলতি সপ্তাহে সিনেট নির্বাচনে আলোচিত একটি আসনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কাছে অর্থমন্ত্রী হাফিজ শেখ হেরে যাওয়ার পর ইমরান খান নিজেই জাতীয় পরিষদে এই আস্থা ভোটের ডাক দেন।