পেরুতে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
লাতিন আমেরিকার দেশ পেরুতে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকালে পেরুর বারানসা শহর থেকে ৪২ কিলোমিটার (২৫ মাইল) দূরে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।
প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানা যায়নি। ভূমিকম্পের সময় পেরুর রাজধানী লিমা থেকেও কম্পন অনুভূত হয়। খবর রয়টার্সের।
ভূমিকম্পের গভীরতা ছিল ১১২ দশমিক ৫ কিলোমিটার (৬০ মাইল)। ইউরো-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এক টুইটে জানিয়েছে, আমাজন চিরহরিৎ বনের যে অঞ্চলে ভূমিকম্প হয়েছে সেখানে লোকসংখ্যা খুবই কম।
মার্কিন সুনামি সতর্কতা বিভাগ জানিয়েছে, পেরুর এই ভূমিকম্প থেকে সুনামি দেখা দেওয়ার কোনও আশঙ্কা নেই।
পেরু একটি ভূমিকম্পপ্রবণ এলাকা। এটি ভূমিকম্পসক্রিয় রিং অব ফায়ারে অবস্থিত। এখানে নিয়মিতভাবে টেকটোনিক প্লেটের চলাচলের কারণে শক্তিশালী ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।