প্রত্যাখ্যানের পরিণতি, কোচের গুলিতে মৃত্যু!

তায়কোয়ান্দো প্রশিক্ষকের দেওয়া বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রাণ হারাতে হলো ভারতের এক তরুণীকে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার গুরগাঁওয়ে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে, নিহত তায়কোয়ান্দো খেলোয়াড়ের নাম সরিতা। গুরগাঁওয়ের বিলাসপুরের বাসিন্দা ২৫ বছর বয়সী সরিতা তায়কোয়ান্দোতে নিজ জেলার হয়ে ছয়বার প্রতিনিধিত্ব করেছেন। সম্প্রতি শারীরিক শিক্ষা বিষয়ে ডিপ্লোমা শেষ করে চাকরি খুঁজছিলেন সরিতা। অভিযুক্ত কোচের নাম সোমবীর সিং। সম্প্রতি কোচের চাকরি ছেড়ে দেন সোমবীর সিং।
পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার সরিতার বাড়ি গিয়ে তাঁকে বিয়ের প্রস্তাব দেন সোমবীর সিং। সরিতা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সাবেক শিষ্যের ওপর গুলি চালান সোমবীর। এর পর সরিতাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, কোনোভাবে একটি দেশি পিস্তল জোগাড় করেছিলেন অভিযুক্ত।
সরিতার ছোট ভাই জানান, ওই প্রশিক্ষক দীর্ঘদিন ধরে তাঁর বোনের পেছনে লেগেছিলেন। নানা সময় নানাভাবে সরিতাকে উত্ত্যক্ত করতেন সোমবীর সিং। সরিতা এর আগে একবার থানায় এ নিয়ে অভিযোগও করেছিলেন। কিন্তু সোমবীর সিং এরপরও সরিতাকে বিরক্ত করে যাচ্ছিলেন।