ফিলিপাইনে অ্যাম্বুলেন্স বিমান বিধ্বস্ত, নিহত ৮
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিস্ফোরণে রোগীসহ আট আরোহীর সবাই নিহত হয়েছেন।
রোববার এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়নের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। লায়ন এয়ারের উড়োজাহাজটি ম্যানিলা থেকে জাপানের হানেডাতে যাওয়ার কথা ছিল।
ম্যানিলা বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত ৮টায় রানওয়ের শেষে বিস্ফোরিত হয় উড়োজাহাজটি।
দুই ইঞ্জিনের জেট বিমানটিতে এক রোগী ও তাঁর আত্মীয়কে নিয়ে যাচ্ছিলেন তিনজন চিকিৎসাকর্মী। উড়োজাহাজে আরো ছিলেন তিন ক্রু।
ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ (এমআইএএএ) এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় উড়োজাহাজের কেউ বেঁচে নেই।