ফিলিপাইনে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন কাম্মুরি (ভিডিওসহ)
মধ্য ফিলিপাইন উপকূলে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতি নিয়ে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় কাম্মুরি। ফিলিপাইনের লুজন দ্বীপে গতকাল সোমবার রাতে শুরু হয় টাইফুন কাম্মুরির তাণ্ডব। ঘূর্ণিঝড়ের প্রভাবে সেখানে জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এরই মধ্যে স্থানীয় বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
‘ক্যাটাগরি-ফোর’ বা চার মাত্রার ঘূর্ণিঝড়টি এর গতিপথে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে বলে আশঙ্কা করছে ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থা। আজ মঙ্গলবার দুপুরে টাইফুন কাম্মুরি দেশটির রাজধানী ম্যানিলা অতিক্রম করবে বলে জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
লুজন দ্বীপে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় এরই মধ্যে উপকূলীয় ও পাহাড়ি এলাকা থেকে দুই লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। টাইফুনের কারণে ফিলিপাইনের নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দর স্থানীয় সময় মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২ ঘণ্টা বন্ধ থাকবে। কয়েক ডজন ফ্লাইট এরই মধ্যে বাতিল করা হয়েছে। এ ছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে লুজন দ্বীপে সব শিক্ষাপ্রতিষ্ঠান।
ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থার পূর্বাভাসে বলা হচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ১০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে।