ভারতের গোরক্ষপুর ও অযোধ্যায় ৭ জঙ্গির গা-ঢাকা

নেপাল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে উত্তর প্রদেশের গোরক্ষপুর ও অযোধ্যায় গা-ঢাকা দিয়েছে সাত পাকিস্তানি জঙ্গি। এই জঙ্গিরা দুটি দলে ভাগ হয়ে ভারতে অবস্থান করছে। অযোধ্যার অস্থির পরিস্থিতি কাজে লাগিয়ে তারা সেখানে নাশকতার ছক কষেছে। গোয়েন্দা সূত্রের বরাতে বার্তা সংস্থা আইএএনএস এমন খবর দিয়েছে।
ওই জঙ্গিরা ভারতের কাশ্মীর উপত্যকায় ঢুকতে স্থানীয় জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রেখেছে বলেও গোয়েন্দারা জানতে পেরেছেন। গোটা ঘটনার গোয়েন্দা রিপোর্ট সামনে আসার পরই আত্মগোপন করে থাকা ওই সাত জঙ্গির খোঁজে বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চলছে, করা হচ্ছে তল্লাশি। যদিও এখন পর্যন্ত তাদের নাগাল পাওয়া যায়নি।
গোয়েন্দা সূত্রে খবর, নেপাল সীমান্ত হয়ে ভারতে জঙ্গি ঢোকানো হচ্ছে। যে সাত জঙ্গি ভারতে অনুপ্রবেশ করেছে তাদের পাঁচজনকে এরই মধ্যে শনাক্ত করা গেছে। তারা হলো মোহাম্মদ ইয়াকুব, আবু হামজা, মোহাম্মদ শাহবাজ, নিসার আহমেদ ও মোহাম্মদ কউমী চৌধুরী। বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
এরই মধ্যে উত্তর প্রদেশ, জম্মু-কাশ্মীরসহ অন্যান্য রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দা সূত্রের খবর, ভারতে অনুপ্রবেশ করা ওই সাত জঙ্গির কাছেই আছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। তবে কোথায় যে তারা নাশকতা চালাবে, সে বিষয়ে কোনো ধারণাই নেই গোয়েন্দাদের।