ভারতের তামিলনাড়ুতে প্রবল বৃষ্টিতে নিহত ২৫

ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রবল বৃষ্টির জেরে গত ২৯ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত মোট ২৫ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে গতকাল সোমবার সকালে কোয়েম্বাতুরে একটি ভবনের দেয়াল ধসে মৃত্যু হয়েছে অন্তত ১৭ জনের। আরো বেশ কয়েকটি ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন আরো আটজন।
কয়েক দিন ধরে তামিলনাড়ুজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, যার প্রভাবে এরই মধ্যে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। রাজ্যের জনজীবন বিপর্যস্ত হওয়ায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তামিলনাড়ুর রাজ্য সরকার নিহতদের প্রত্যেক পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।
গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তামিলনাড়ুর কোয়েম্বাতুর জেলার মেত্তুপালায়ামে। তামিলনাড়ু আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, আজ আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
চেন্নাইয়ে গত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পূর্ব কোস্ট রোড ও পুরাতন মহাবলীপুরম রোড অঞ্চলে ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তামিলনাড়ুতে ভারি বর্ষণ হবে।
তামিলনাড়ুর দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আর বি উদয় কুমার বলেন, ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের ফলে কডলুর জেলার নিম্নাঞ্চল থেকে কমপক্ষে এক হাজারের বেশি মানুষকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রবল বৃষ্টিতে চেন্নাই শহরের কিছু অংশ ও সড়ক প্লাবিত হয়েছে। চেন্নাই, চেঙ্গলপট্টু, তিরুভাল্লুর, কুদদালোর, রামানাথাপুরাম, নীলগিরিজ, তুতিকুড়ি ও কাঞ্চিপুরমে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে গত সোমবার থেকেই। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের পক্ষ থেকে দুর্গতদের উদ্ধারে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।