ভারতে বিদেশি পর্যটকের মধ্যে বাংলাদেশি সবচেয়ে বেশি

ভারতে গত কয়েক বছরে বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি পর্যটক গেছেন। ২০১৮ সালে ভারতে যত বিদেশি পর্যটক গেছেন, তাঁদের মধ্যে বাংলাদেশি, মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের সংখ্যাই সবচেয়ে বেশি। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের দেওয়া তথ্য থেকে এ কথা জানা গেছে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য থেকে দেখা যাচ্ছে, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে ভারতে বিদেশি পর্যটকের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েছে। এই পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক গেছেন প্রতিবেশী বাংলাদেশ থেকে।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৬ সালে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ছিল ১৩ লাখ ৮০ হাজার ৪০৯ জন। ২০১৭ সালে ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সে বছর ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ছিল ২১ লাখ ৫৬ হাজার ৫৫৭। ২০১৮ সালে ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যাটা বেড়ে হয় ২২ লাখ ৫৬ হাজার ৬৭৫ জন।