মহাকাশ থেকে সীমান্তে কড়া নজরদারির ব্যবস্থা ভারতের

নিজেদের সীমান্তকে আরো সুরক্ষিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও বা ইসরো)। সীমান্তে কড়া নজরদারির এই লক্ষ্যে সফল হতে তিনটি ‘আর্থ অবজারভেশন স্যাটেলাইট’ (পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ) মহাকাশে ‘লঞ্চ’ (উৎক্ষেপণ) করার প্রস্তুতি প্রায় চূড়ান্ত ইসরোর।
তিনটি উপগ্রহের মধ্যে প্রথমটি লঞ্চ করা হবে ২৫ নভেম্বর। বাকি দুটি উপগ্রহ লঞ্চ করা হবে ডিসেম্বরে। এ ছাড়া এই তিনটি প্রধান কৃত্রিম উপগ্রহের পাশাপাশি তিনটি রকেট মহাকাশে নিয়ে যাবে ২৪টির বেশি ন্যানো ও মাইক্রো উপগ্রহ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম কৃত্রিম উপগ্রহ বহনকারী রকেটটি ২৫ নভেম্বর স্থানীয় সময় সকাল ৯টা ২৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের বঙ্গোপসাগর উপকূলবর্তী শ্রীহরিকোটা দ্বীপ থেকে লঞ্চ করা হবে। এ ছাড়া এই রকেটেই যাবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ১৩টি বাণিজ্যিক ন্যানো স্যাটেলাইট। এর পর ডিসেম্বরে শ্রীহরিকোটা থেকে লঞ্চ করা হবে আরো দুটি নজরদারি কৃত্রিম উপগ্রহ।