মহারাষ্ট্রে নাটকীয়ভাবে সরকারে এলো বিজেপি

ভারতের মহারাষ্ট্র রাজ্যে মুখ্যমন্ত্রীর পদে দ্বিতীয়বারের মতো শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ। এনসিপির বিক্ষুব্ধ একটি অংশের সমর্থন নিয়ে দেবেন্দ্র ফড়নবিশ মহারাষ্ট্রে আরো একবার সরকার গঠন করতে চলেছেন।
দেবেন্দ্র ফড়নবিশ আজ শনিবার সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে জানিয়ে দিয়েছেন, তিনি মহারাষ্ট্রে একটি স্থায়ী সরকার চান, খিচুড়ি সরকার নয়। দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, মানুষ পরিষ্কারভাবেই তাঁদের রায় দিয়েছিল। তবে শিবসেনা অন্য দলের সঙ্গে জোট বাঁধার চেষ্টা করে। যার ফলে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হয়।
মহারাষ্ট্রে বিজেপি ভোটে লড়ে ১০৫টি আসন পেয়েছে এবং এনসিপির ৫৪ বিধায়কই বিজেপিকে সমর্থন জানাবে বলে এনসিপি নেতা অজিত পাওয়ার চিঠি দিয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংকে। তার পরই দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন অজিত পাওয়ার।
বিজেপি মহারাষ্ট্রে সবচেয়ে বেশি আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গড়তে পারেনি এবং জোটসঙ্গী শিবসেনা রাজি না হওয়ায় তা সম্ভব হয়নি। শিবসেনা এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসে। তার পর কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট বেঁধে সরকার গড়ার চেষ্টা করেছিল শিবসেনা। তবে রাতারাতি শিবসেনাকে ডিঙিয়ে সরকার গঠন করে ফেলল বিজেপি।
মহারাষ্ট্রে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হয়েছিল চলতি বছরের ২৪ অক্টোবর। কিন্ত তার পর তিন সপ্তাহ কেটে গেলেও কেউ সরকার গড়তে না পারায় ১২ নভেম্বর সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। তবে দীর্ঘ নাটকীয়তা শেষে আজ দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ।
তবে আজ সকাল ৮টায় সেই শপথ গ্রহণের আগে ভোর ৫টা ৪৭ মিনিটে মহারাষ্ট্রের ওপর থেকে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হয়। এরপর আজ সকাল ৮টা নাগাদ মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশায়ারি দেবেন্দ্র ফড়নবিশকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান।
অন্যদিকে ডেপুটি হিসেবে শপথ নেন এনসিপি বিধায়ক অজিত পাওয়ার। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা তিন লাইনের একটি বিজ্ঞপ্তি জারি করে বলেন, মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মহারাষ্ট্র থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করে নিয়েছেন।
রাষ্ট্রপতি শাসন জারি ও প্রত্যাহার, এই দুই ক্ষেত্রেই রাজ্যপালের সুপারিশের ওপর ভিত্তি করে পদক্ষেপ নেওয়া হয়। তবে এই রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের বিষয়ে বিজেপি ও এনসিপির একাংশ ছাড়া ওয়াকিবহাল ছিল না কোনো রাজনৈতিক দলই।
গতকাল শুক্রবার পর্যন্ত পরিস্থিতি যা দাঁড়িয়েছিল, তাতে সবাই নিশ্চিত ছিল যে, মহারাষ্ট্রে এবার সরকার গড়তে চলেছে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস জোট। শুক্রবার তিনদলের যৌথ বৈঠকের পর জানিয়েও দেওয়া হয় যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন উদ্ধব ঠাকরে। শিবসেনা প্রধানকে ওই পদে বসানোর ব্যাপারে সব দলই সহমত হয়েছে বলে জানানো হয়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টে যায় মহারাষ্ট্রের যাবতীয় রাজনৈতিক সমীকরণ। আজ শনিবার এনসিপির অজিত পাওয়ারের সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্রে সরকার গড়ে বিজেপি।