যুক্তরাষ্ট্রে প্রবেশে করোনাকালীন কড়াকড়ি পুনর্বহাল করবেন বাইডেন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/01/25/biden-thumb_0.jpg)
ব্রাজিল, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য এবং ইউরোপের বেশির ভাগ দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে মার্কিন নাগরিক নন এমন লোকজনের ওপর ভ্রমণে কড়াকড়ি পুনর্বহাল করবেন প্রেসিডেন্ট জো বাইডেন।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ সোমবার জো বাইডেন পুনরায় এই ভ্রমণ-সংক্রান্ত কড়াকড়ি জারি করবেন। হোয়াইট হাউসের শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।
এ ছাড়া যারা সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ছিল, তাদের ওপরও ভ্রমণে কড়াকড়ি আনবেন বাইডেন।
করোনাভাইরাসের নতুন ধরন যুক্তরাষ্ট্রে এরই মধ্যে শনাক্ত হওয়ায় এমন জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে মাস্ক পরার আইন কঠোর করেছেন এবং অন্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে আগতদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন।
আগামী মাস নাগাদ দেশটিতে কোভিড-১৯ রোগে মৃত্যু বেড়ে পাঁচ লাখে দাঁড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন জো বাইডেন।