শিব সেনা প্রধানের সমালোচনা করায় হেনস্তার শিকার (ভিডিওসহ)
ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক দল শিব সেনার প্রধান ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সমালোচনা করায় এক ব্যক্তির শরীরে কালি ঢেলে দিয়েছেন দলটির এক নারী কর্মী।
সামাজিক যোগাযোগের মাধ্যমে উদ্ধব ঠাকরের সমালোচনা করে পোস্ট দেওয়ায় ওই ব্যক্তি এমন হেনস্থার শিকার হয়েছেন।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানিয়েছে, শিব সেনার এক নারী কর্মী এক ব্যক্তির শরীরে কালি ঢেলে দিয়েছেন। দলটির প্রধানের সমালোচনা করে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দেওয়ায় ওই নারী কর্মী এ কাজ করেছেন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের ১৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, শিব সেনার এক নারী ওই ব্যক্তিকে অপমান করছেন। কিন্তু ওই ব্যক্তি সেদিকে কোনো তোয়াক্কা না করে মোবাইল ফোনে কথা বলছেন। গালিগালাজ করতে করতেই ওই ব্যক্তির শরীরে বোতলের কালি ঢেলে দেন ওই নারী কর্মী। রাস্তার লোকজন দাঁড়িয়ে এ দৃশ্য দেখলেও কেউ কিছু বলেননি।
ভিডিওতে আরো দেখা যায়, শরীরে কালি ঢেলে দিলেও তিনি কোনো নড়াচড়া করছেন না। এমনকি ওই নারীকে বাধা দেওয়ার চেষ্টাও করছেন না তিনি। মহরাষ্ট্রের বিদ জেলায় এ ঘটনা ঘটেছে।
এদিকে গত সপ্তাহেও উদ্ধব ঠাকরের সমালোচনা করায় এক ব্যক্তি মারধরের পর তাঁর মাথা কামিয়ে দিয়েছিল শিব সেনার কর্মীরা।