সূর্যগ্রহণ চলাকালে ১০ শিশুকে পুঁতে রাখা হয়েছিল! (ভিডিওসহ)
এই আধুনিক সময়েও অনেক মানুষ কুসংস্কারে বিশ্বাস করেন। তাই তো বলয়গ্রাস সূর্যগ্রহণ চলাকালে ১০ শারীরিক প্রতিবন্ধী শিশুকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে রাখা হয়েছে শুধু তাঁদের সুস্থতার আশায়।
গতকাল বৃহস্পতিবার বিশ্বজুড়ে দেখা গেছে বছরের শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ। ভারতে সকাল ৮টা ১৭ মিনিটে এ সূর্যগ্রহণ শুরু হয়। চলে বেলা ১১টা পর্যন্ত।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, সূর্যগ্রহণ চলাকালে ওই শিশুদের টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে এভাবে কষ্ট দেওয়া হয়। ভারতের কর্ণাটক রাজ্যের এক গ্রামে এ ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়, ওই প্রতিবন্ধী শিশুদের তাদের মা-বাবারাই মাটিতে পুঁতে রাখেন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লোকসভার সাবেক এক নারী সদস্য কয়েকজনকে সঙ্গে নিয়ে তাদের উদ্ধার করেন।
সূর্যগ্রহণ চলাকালে গর্ত খুঁড়ে ওই ১০ প্রতিবন্ধী শিশুকে গলা পর্যন্ত পুঁতে রাখা হয়। তাদের বিশ্বাস, এতে তারা সুস্থ হয়ে যাবে। সূর্যগ্রহণ চলাকালে তাদের এভাবেই রাখা হয়।