সেন্ট ভিনসেন্টের লা সুফ্রিয়ের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু
ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্টের লা সুফ্রিয়ের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। অগ্নি উদগীরণের ফলে তুষারের মতো সাদা ছাই পড়ছে দ্বীপটির রাজধানী কিংসটাউনে। আজ রোববার এ খবর জানানো হয়।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। দ্বীপের বেশির ভাগ অংশের পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।
দেশটির প্রধানমন্ত্রী র্যালফ গনসালভেস বলেছেন, গত শুক্রবার রাতে জরুরি নিরাপত্তা আশ্রয়ে কাটিয়েছেন কয়েক হাজার মানুষ। এ ছাড়া প্রায় ১৬ হাজার মানুষকে ছাইঢাকা বা অরক্ষিত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আগ্নেয়গিরি আরো কত ছাই ছাড়বে তা এখনো পরিষ্কার নয়। কিছু বিজ্ঞানী হুঁশিয়ারি দিয়েছিলেন যে, বিস্ফোরণ কয়েক দিন বা সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আগ্নেয়গিরি ছাই সেন্ট ভিনসেন্টের পেরিয়ে শনিবার ১০০ মাইলেরও বেশি পূর্ব দিকে ছড়িয়েছে। সেখানের দ্বীপ বার্বাডোসের কর্মকর্তারা লোকদের বাড়ির ভেতরে থাকতে অনুরোধ করেছেন।
সেন্ট ভিনসেন্টের প্রায় ৪৭ মাইল উত্তরে সেন্ট লুসিয়া দ্বীপের লোকেরাও ছাইয়ের দেখা পেয়েছেন।
লা সুফ্রিয়ের আগ্নেয়গিরিটি ১৯৭৯ সাল থেকে এখন পর্যন্ত সুপ্তই ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্ন্যুৎপাত হওয়ার প্রথম লক্ষণ দেখা যায়।