ডোমিনিকান রিপাবলিকের কাছে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত, নিখোঁজ ২০

ক্যারিবিয়ান দেশ ডোমিনিকান রিপাবলিকের উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় চারজন অভিবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও প্রায় ২০ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১১ জুলাই) দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
ডোমিনিকান সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটি প্রায় ৪০ জন অভিবাসীকে নিয়ে মার্কিন ভূখণ্ড পুয়ের্তো রিকোর দিকে যাচ্ছিল। নৌকাটি থেকে এখন পর্যন্ত ১৭ জন অভিবাসীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ক্যারিবিয়ান দেশটির নৌবাহিনী উদ্ধারকৃতদের মধ্যে ১০ জন ডোমিনিকান ও সাতজন হাইতিয়ান নাগরিক বলে জানিয়েছে। বেঁচে যাওয়াদের মধ্যে একটি শিশুও রয়েছে।
কর্তৃপক্ষ বলেছে, এ ধরনের অভিবাসী নৌকা (যা স্থানীয়ভাবে ‘ইয়োলা’ নামে পরিচিত) সাধারণত কাঠ বা ফাইবারগ্লাস দিয়ে তৈরি করা হয়। এগুলো কোনো নিরাপত্তা নিয়ম মেনে চলে না।

সংকটে থাকা প্রতিবেশী দেশ হাইতির সঙ্গে একই হিস্পানিওলা দ্বীপে অবস্থিত ডোমিনিকান রিপাবলিক থেকে অবৈধভাবে পুয়ের্তো রিকোতে যাওয়ার জন্য অভিবাসীরা সাত হাজার ডলার পর্যন্ত খরচ করে। গত দশ বছরে এই অবৈধ অভিবাসন একটি বড় সমস্যা হয়ে উঠেছে।