স্বাধীনতা দিবসের আগে উত্তপ্ত কাশ্মীর, লালকেল্লা ঘিরে কড়া নিরাপত্তা
আগামীকাল সোমবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস। এর আগে আজ রোববার ফের উত্তপ্ত হয়ে উঠল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চল। গত পরশু থেকেই কাশ্মীরে চলছিল এনকাউন্টার। এর মধ্যেই গতকাল রাতে কুলগামে গ্রেনেড হামলা চালায় একদল সন্ত্রাসী।
সেই গ্রেনেড হামলায় এক পুলিশ মারা গেছেন। আহত হয়েছেন এক জওয়ান। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন সেই পুলিশ সদস্য। পরে হাসপাতালে তিনি মারা যান।
স্বাধীনতা দিবসের আগে হামলা হতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন গোয়েন্দারা। সেজন্য দেশজুড়ে সতর্কতাও জারি করা হয়েছে। পুলিশ থেকে সেনাবাহিনী—সবাইকে সতর্ক করা হয়েছে। সীমান্তে চলছে নিরাপত্তা প্রহরা। এর মধ্যেই গতকাল কুলগামে হামলায় নিহত হন পুলিশ সদস্য তাহির খান। তিনি কাশ্মীরের পুঞ্চের বাসিন্দা।
উল্লেখ্য, কয়েকদিন আগেই কাশ্মীরের রাজৌরিতে সেনা ছাউনির কাছে হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। সেনা ছাউনি টার্গেট করেই হামলা চালানো হয়েছিল। সে সময় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিলেন চার জওয়ান।
এদিকে, আগামীকাল ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তাই, সে এলাকা নিরাপত্তা দিয়ে ঘিরে ফেলা হয়েছে। পুলিশের মতে, স্বাধীনতা দিবসের এ অনুষ্ঠানে প্রায় সাত হাজার মানুষ আমন্ত্রিত থাকবেন। তাই, জোরালো করা হয়েছে নিরাপত্তা।