সড়ক দুর্ঘটনার কবলে জেলেনস্কি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/09/15/zelensky.jpg)
রাজধানী কিয়েভে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি গুরুতর আহত হননি। আজ বৃহস্পতিবার ভোরে তাঁর মুখপাত্র সেরহি নিকিফোরভ ফেসবুক পোস্টে এ কথা জানান। খবর রয়টার্সের।
ঠিক কখন দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কিছু বলেননি নিকিফোরভ। তিনি বলেন, ব্যক্তিগত একটি গাড়ির সঙ্গে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়।
প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, ‘একজন চিকিৎসক প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তিনি গুরুতর আহত হননি। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
নিকিফোরভ আরও বলেন, ওই ব্যক্তিগত গাড়ির চালককে জেলেনস্কির সঙ্গে থাকা চিকিৎসক দল প্রাথমিক চিকিৎসা দিয়েছে। পরে তাঁকে একটি অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়েছে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/09/15/zelensky-capture.jpg)
নিকিফোরভের বিবৃতির কয়েক মিনিট পর জেলেনস্কির রাত্রিকালীন ভাষণ প্রচার করা হয়। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে প্রেসিডেন্ট নিয়মিত এই ভাষণ দিয়ে থাকেন।