১০০ কোটি ডলারের মার্কিন যুদ্ধাস্ত্র কিনছে ভারত?

ভারতের কাছে উন্নতমানের যুদ্ধাস্ত্র বিক্রি করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুদ্ধ জাহাজ মোকাবিলায় ব্যবহারের উপযোগী নৌকামান এবং যুদ্ধ বিমান বিধ্বংসী অস্ত্রসহ সমর সরঞ্জাম ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিলিয়ন মার্কিন ডলার বা ১০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই চুক্তি হওয়ার কথা।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আওতাভুক্ত নতুন প্রযুক্তির এসব কামানের সাহায্যে যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমানের বিরুদ্ধে এবং উপকূলে বোমাবর্ষণ করা যাবে। এই চুক্তির ফলে আরো শক্তিশালী হবে ভারতীয় নৌবাহিনী। তবে চুক্তির বিষয়টি এখনো মার্কিন কংগ্রেসের পর্যালোচনাধীন।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এমকে-৪৫ কামান ব্যবস্থা যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র বাহিনীর সঙ্গে আন্তক্ষমতা বাড়ানোর পাশাপাশি যুদ্ধ এবং বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা সমুন্নত করার সক্ষমতা প্রদান করবে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এই বর্ধিত ক্ষমতাবলে ভারত যেকোনো আঞ্চলিক হুমকি মোকাবিলাসহ নিজ ভূমির প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সক্ষম হবে।’
এখন পর্যন্ত এ ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার কাছেই বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া যুক্তরাজ্য ও কানাডার মতো বন্ধু রাষ্ট্রের কাছে এই যুদ্ধাস্ত্র বিক্রি করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।