কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাস নতুন ঠিকানায়

মালয়েশিয়ার কুয়ালালামপুরে নতুন ঠিকানায় প্রশাসনিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। কুয়ালালামপুরের জালান পাহাং সেতাপাক এলাকায় উইসমা হিরাহ লোটাস ভবনে দূতাবাসের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।
গত মঙ্গলবার সকালে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। জাতীয় পতাকা উত্তোলনের পর বিশেষ মোনাজাত করা হয়।
নতুন কার্যালয়ের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার ফয়সাল আহমেদ, প্রথম সচিব (রাজনৈতিক) রাইস হাসান সরোয়ার, লেবার কনসুলার সাইদুল ইসলাম মুকুল, প্রথম সচিব এম এস কে শাহীন, ফার্স্ট সেক্রেটারি (শ্রম) সাহিদা সুলতানা, প্রতিরক্ষা উপদেষ্টা এয়ার কমোডর হুমায়ূন কবির, বাণিজ্য সচিব ধনঞ্জয় দাস, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মশিউর রহমান তালুকদার, দ্বিতীয় সচিব (রাজনৈতিক) তাহমিনা ইয়ামিন, দ্বিতীয় সচিব (শ্রম) ফরিদ আহমদ প্রমুখ।
বাংলাদেশ দূতাবাসের নতুন ঠিকানা ও ফোন নাম্বার :
উইসমা হিরাহ লোটাস (প্রথম তলা) ৪৪২ জালান পাহাং সেতাপাক, ৫৩০০০ কুয়ালালামপুর, মালেয়শিয়া। ফোন : +৬০৩৪২৫১০৮৯৩
দূতাবাসের সময়সূচি
শনিবার : বন্ধ
রোববার : বন্ধ
সোমবার : ৯টা থেকে ৫টা পর্যন্ত
মঙ্গলবার : ৯টা থেকে ৫টা পর্যন্ত
বুধবার : ৯টা থেকে ৫টা পর্যন্ত
বৃহস্পতিবার : ৯টা থেকে ৫টা পর্যন্ত
শুক্রবার : ৯টা থেকে ৫টা পর্যন্ত