মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের ভিসা নবায়নে আবারও মাইইজি

মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি শ্রমিকদের ভিসা নবায়নে ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পেয়েছে বেসরকারি প্রতিষ্ঠান মাইইজি সার্ভিস বারহাদ। মালয়েশিয়ার শীর্ষস্থানীয় দৈনিক স্টার অনলাইন সূত্র জানিয়েছে এ খবর।
স্টার অনলাইনের দেওয়া তথ্য অনুযায়ী, অনলাইনের মাধ্যমে অস্থায়ীভাবে বিদেশি শ্রমিকদের ভিসা নবায়নের জন্য মালয়েশিয়ার মাইইজি সার্ভিস বারহাদের সঙ্গে ২০২০ সাল পর্যন্ত অনুমতি চুক্তি করেছে মালয়েশিয়া সরকার। চুক্তিটির আনুমানিক মূল্য ৫৫৩ দশমিক ৮৫ মিলিয়ন রিঙ্গিত।
ওই সূত্র আরো জানায়, স্থানীয় সময় গত বৃহস্পতিবার মালয়েশিয়ার ই-গভর্নমেন্ট সার্ভিস প্রোভাইডার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বীকৃতিপত্র প্রস্তাব গ্রহণ করেছে। অভিবাসন বিভাগে (ইমিগ্রেশন ডিপার্টমেন্ট) অনলাইনে ভিসা নবায়নের সেবা মাইইজিকে দেওয়া মেয়াদ ২০২০ সালের ২২ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর আগে ২০১৫ সালের ২৩ মে থেকে ভিসা নবায়নের কাজ শুরু করেছিল মাইইজি সার্ভিস বারহাদ।
এ বিষয়ে মাইইজির এক কর্মকর্তা বলেন, ‘আমরা ওই চিঠি গ্রহণ করেছি। যথাসময়ে স্বাক্ষর করে একটি চুক্তিতে আবদ্ধ হবো।’
নতুনভাবে দায়িত্ব পাওয়ার পর মাইইজি পরিচালনা পরিষদ মনে করে, চলতি বছরের ৩০ জুনের পর থেকে কোম্পানির আয়ে ইতিবাচক অবদান রাখবে এটি।